মালদা জেলার রতুয়া দুই নম্বর ব্লকে বিক্ষোভ অবস্থানের মাধ্যমে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ প্রদর্শন

0
413

কুমার মাধব :: ২৪ ঘন্টা লাইভ :: ২০শে সেপ্টেম্বর :: মালদা :: এয়ার ইন্ডিয়া,রেল,ব্যাংক সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা কে বেসরকারিকরণের পথে হাটছে কেন্দ্র সরকার, তার বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে বিরোধী দলগুলো, আর কেন্দ্র সরকার বিরোধী যে কোনো আন্দোলনে অন্যতম মুখ হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, নোটবন্দি থেকে এনআরসি যে কোনো বিষয়তেই রাজ্য জুড়ে প্রতিবাদ করেছে তৃণমূল কংগ্রেস, এবার কেন্দ্র সরকারের বেসরকারিকরণ নীতির প্রতিবাদে প্রতিবাদে সরব হল তৃণমূল কগ্রেস |

আর তারই অঙ্গ হিসেবে আজ মালদা জেলার রতুয়া দুই নম্বর ব্লকে বিক্ষোভ অবস্থানের মাধ্যমে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ প্রদর্শন করলো রতুয়া ২নঃব্লক তৃণমূল কংগ্রেস|উপস্থিত ছিলেন জেলাপরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুল হক সহ পূর্ত কর্মদক্ষ শামসুল হক সাহেব, অমল পাঠক, নৈমুদ্দিন রতুয়া ২নম্বর ব্লকের পঞ্চায়েত সভাপতি সুমিত্রা সরকার, ও সুব্রত কর্মকার প্রাক্তন সভাপতি রিয়াজুল হক ও প্রাক্তন সভাপতি তোজিবুর রহমান তৃণমূল নেতা দুলাল অন্যান্য ব্লক নেতৃত্ব |

অমল পাঠক বলেন রাজ্যের প্রতি বৈষম্য করছে কেন্দ্র, অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ছে, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারিকরন করা হচ্ছে, তারই বিরুদ্ধে আজ আমাদের এই প্রতিবাদ কর্মসূচি | পূর্ত কর্মাধ্যক্ষ বলেন কেন্দ্র সরকার যেভাবে সব রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিক্রি করতে চাইছে তা দেশের জন্য খুব ভয়ঙ্কর, রেলের বেসরকারিকরণের বিরুদ্ধে আমরা সরব হয়েছিলাম, এখন পোস্ট অফিস থেকে ব্যাংক কে বেসরকারি করে দিতে চাইছে, তাই আবার প্রতিবাদে সরব হয়েছি, যেভাবে আমাদের নেত্রী নির্দেশ দিয়েছে আমরা সেভাবে কাজ করবো | “

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here