মোদীজির ডাকে সাড়া দিয়ে করোনার বিরুদ্ধে দেশ জুড়ে চলছে ১৪ ঘণ্টার ‘জনতা কারফিউ’ : রাজ্যে বাড়ছে আক্রান্তের সংখ্যা !

0
546

নিজস্ব সংবাদদাতা :: ২৪ ঘণ্টা লাঈভ :: ২২শে,মার্চ :: কলকাতা :: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়ে করোনার বিরুদ্ধে আজ লড়াইয়ে সামিল গোটা দেশ । সকাল সাতটা থেকেই শুরু হয়েছে কারফিউ । সচেতনতার এই চিত্রই এ দিন দেখা গিয়েছে শহরের নানা জায়গায়। রবিবার হলেও সকাল থেকে গণ পরিবহণ এবং বাজারগুলিতে শুনশান পথঘাট।দেশজুড়ে বাড়ছে সংক্রমণ। পরিস্থিতি সামাল দিতে রবিবার জনতা কারফিউ-র ডাক দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে ছাড়া রাস্তায় তেমন করে কাউকেই দেখা যাচ্ছে না। বন্ধ রয়েছে নিউ মার্কেট-সহ একাধিক বড় বাজার। বেসরকারি সংস্থার একাধিক অফিস রয়েছে, এমন বেশ কিছু পাড়াও প্রায় জনশূন্য। বন্ধ থাকছে রেস্তরাঁ, পানশালা, বিনোদন ক্লাব, নাইট ক্লাব, বিনোদন পার্ক, হুক্কা বার, ম্যাসাজ পার্লার, জাদুঘর, চিড়িয়াখানা।

গত বৃহস্পতিবার করোনাভাইরাসের সংক্রমণ রুখতে জনতার কাছে নরেন্দ্র মোদী আবেদন বলেছিলেন, সামাজিক দূরত্ব তৈরি করতেই মানুষের স্বার্থে ওই জনতা কারফিউ ডাকা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জনতা কার্ফুর সিদ্ধান্ত একটি কার্যকরী পদক্ষেপ।অনেকের মতে, এই সিদ্ধান্ত আরও আগেই নেওয়া উচিত ছিল। পূর্ব, উত্তর-পূর্ব সীমান্ত এবং দক্ষিণ-পূর্ব রেলের সব দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের প্যাসেঞ্জার ট্রেন। দক্ষিণ-পূর্ব রেলের ৩২টি লোকাল ট্রেন চলবে বলে জানা গিয়েছে।ট্যাক্সি সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার হলুদ ট্যাক্সি রাস্তায় কম বেরোবে। প্রতিদিন গড়ে প্রায় আড়াই হাজার হলুদ ট্যাক্সি চলে শহরের রাস্তায়। এ দিন তা থাকবে ১০০০-এর নীচে। কোপ পড়েছে মেট্রো পরিষেবাতেও। মেট্রো রেল সূত্রে খবর, নোয়াপাড়া-নিউ গড়িয়া রুটে রবিবার মেট্রো চলবে ৩০ মিনিট অন্তর। অন্যান্য রবিবার যেখানে আপ-ডাউনে ১২৪টি ট্রেন চলে, এই রবিবার চলবে ৫৪টি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here