BREAKING NEWS – করোনার রুখতে বুধবার পর্যন্ত চলবে না রেল ।

0
545

নিজস্ব সংবাদদাতা :: ২৪ ঘন্টা লাইভ :: ২২শে,মার্চ :: কলকাতা :: করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে আর সেইজন্য এবার রেল যোগাযোগে রাশ টানতে চলেছে কেন্দ্র। বুধবার পর্যন্ত কোনও ট্রেন চলবে না বলে জানানো হল রেলের তরফে। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ মত জারি হয়েছে জনতা কার্ফু। এদিন সকাল ৭ টাকা থেকে রাত ৯ টা পর্যন্ত কেউ বাড়ি থেকে বেরচ্ছেন না। ট্রেন চলাচলও বন্ধ রয়েছে। আগামী ২৫ মার্চ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে সূত্রের খবর। এনডিটিভি-তে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে রেলের তরফে।আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল যে, শনিবার মধ্যরাত থেকে রবিবার রাত ১০টা পর্যন্ত কোনও যাত্রী ট্রেন যাত্রা করবে না। আবার মেল ও এক্সপ্রেস ট্রেনগুলি ভোর ৪টে নাগাদ যে যেখানে পৌঁছবে, সেখানেই থেকে যাবে। সেই মতো রাতেই এক গুচ্ছ ট্রেন বাতিল করা হয়।

শনিবার রেলের তরফ থেকে জানানো হয়েছে, গত ১৩ থেকে ১৬ মার্চ ট্রেনে যাতায়াত করেছেন এমন ১২ জন যাত্রী করোনা ভাইরাসে আক্রান্ত। এরপরই রেল কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে রেল যাত্রা মোটেই সুরক্ষিত নয়। সহযাত্রীর যদি করোনা আক্রান্ত হন তাহলে আপনিও করো না আক্রান্ত হতে পারেন, এমনটাই লেখা হয়েছে সতর্কবার্তায়।

রেল মন্ত্রকের তরফ থেকে একটি টুইট করা হয়েছে। সেখানে লেখা আছে, ‘বেশ কয়েকজন রেল যাত্রীকে করোনা আক্রান্ত হতে দেখা গিয়েছে। তার ফলে রেল যাত্রা ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে। সহযাত্রীর শরীরে করোনাভাইরাস থাকলে আপনিও আক্রান্ত হতে পারেন। তাই ট্রেনে যাত্রা করবেন না। আপনার রেলযাত্রা বন্ধ রাখুন ও সবাইকে সুরক্ষিত রাখুন।’মমতা বন্দোপাধ্যায়ের অনুরোধ রাখতে রাজি হয়েছে রেল দপ্তর । অন্য রাজ্য থেকে এ রাজ্যের জন্য আপাততঃ রেল যাত্রা বন্ধ থাকবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here