রাজ্যে কার্যত লকডাউনের ঘোষণা -দশটা বাজার পরই মেদিনীপুর শহরের রাস্তায় বেরোলে পুলিশ।

0
155

কল্যান মন্ডল::২৪ঘন্টা লাইভ ::১৭ই,মে ::পশ্চিম মেদিনীপুর :: রাজ্যে কার্যত লকডাউনের ঘোষণা করা হয়েছে আজ থেকে, দশটা বাজার পরপরই মেদিনীপুর শহরের রাস্তায় বেরোল পুলিশ। কোতোয়ালি থানার ওসির নেতৃত্বে পুলিশ আধিকারিকরা রাস্তায় টহল দেয়। প্রথম দিন তাই সতর্ক করে দেওয়া হল প্রত্যেকটি দোকানকে , যাতে আগামী দিন থেকে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী10 টার পর যাতে কোনও দোকানপাট খোলা না থাকে ।

দশটা বাজার পরেও মেদিনীপুর শহরের রাজাবাজারের মাছ বাজার খোলা থাকায় পুলিশ গিয়ে তা বন্ধ করলো । সকাল সাড়ে দশটা পর্যন্ত বহাল তবিয়তে মাছ বাজারে চলছে ব্যবসা আর তা দেখেই কোতোয়ালি থানার পুলিশ অফিসাররা গিয়ে তা বন্ধ করে দিলেন। পাশাপাশি হুঁশিয়ারি দিয়েছেন যদি পরবর্তী দিন 10 টার পরেও বাজার খোলা থাকে তাহলে অভিযুক্তদের অ্যারেস্ট করা হবে । ইতিমধ্যেই একজনকে অ্যারেস্ট করা হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here