রুটিরোজকারে টান পড়েছে সোনামুখির রেশম ও তাঁত শিল্পীদের।

0
516

নরেশ ভকত :: ২৪ ঘন্টা লাইভ :: ১১ই,জুন :: বাঁকুড়াঃ:: সোনামুখির রেশমশিল্প, তাঁতশিল্প সারাবিশ্বে দরবারে বরাবরই বিখ্যাত। এখানকার শিল্প সারা দেশ তথা বিদেশেও পাড়ি দেয়। এই শিল্পের সাথে বংশানুক্রমে জড়িয়ে আছে কয়েকশো পরিবার। বাড়ির সকল সদস্য রা মিলেই এই উৎপাদন করে থাকে শিল্পীরা। কিন্তু বর্তমানে করোনা আবহে রুটিরোজকারে টান পড়েছে শিল্পীদের।যে সমস্ত উৎপাদিত বস্ত্রছিল সেই গুলো আটকে পড়ে আছে। রপ্তানি করা যায় নি বাইরে।

ফলে অনেক টা বিনিয়োগ আটকে গেছে।তাছাড়াও যে সমস্ত কাঁচা মাল বাইরে থেকে আসত শিল্পীদের কাছে সেইগুলোও আর এখন আসা সম্ভব না হওয়ার কারণে উৎপাদন করত বসেছে।এই চরম পরিস্থিতিতে শিল্পীদের দাবি সরকারি সহযোগিতা।

সরকার যদি এই অসহায় পরিবারের দিকে না তাকায় তাহলে অচিরেই চরম দারিদ্রের শিকার হবে এই পরিবার গুলি।সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ মুখার্জী বলেন, ” সারা বিশ্বজুড়েই সবকিছু থমকে আছে।

আমাদের বাংলা সেই হিসেবে অনেক ভালো আছে। আমাদের মুখ্যমন্ত্রী সর্বদা মানুষের পাশে আছেন। আমরাও সর্বদা সোনামুখীর তন্তুবায় পরিবারের পাশাপাশি সমস্ত পরিবারের পাশেই আছি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here