লংকায় ১৬ জানুয়ারি থেকে টিকাকরণ শুরু হয়েছে ।

0
352

বিপ্লজিৎ দেব :: ২৪ ঘন্টা লাইভ :: ১৮ই,জানুয়ারি ::লঙ্কা(অসম) :: প্রতীক্ষার অবসান । ১৬ জানুয়ারি থেকে সারা ভারতবর্ষের জন্য এক ঐতিহাসিক দিন ।

Advertisement

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা বিশ্বে মানব জাতির প্রতি ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি করা করোনা ভাইরাসের বহু প্রতীক্ষিত টিকাকরণ অভিযান সারা ভারতের সঙ্গে সঙ্গতি রেখে অসমের বিভিন্ন জেলা শুরু হয়েছে ।

সঙ্গে হোজাই জেলার লংকা স্বাস্থ্য কেন্দ্রে কোভিদ সেনানী স্বাস্থ্য কর্মীদের টিকাকরন শুরু হয়েছে । ঐতিহাসিক এই টিকাকরন অভিযানের শুভ আরম্ভ করেন লংকা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিক হরজেবিনদীর সিং । লংকা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মীদের ১০০ জনকে সে দিন টিকাকরণ করা হয় ।

Advertisement 8240054075
Advertisement

যারা টাকা নিয়ে ছেন তাঁদের ২৮ দিন পর দ্বিতীয় বার টিকা নিতে হবে বলে জানিয়েছেন টিকাকরণ আধিকারিকরা । এই সপ্তাহে চারদিন টিকাকরণ হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মীরা । সোম,মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here