লাগাতার বৃষ্টির কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা।

0
128

নরেশ ভকত::২৪ঘন্টা লাইভ ::২০ই জুন :: বাঁকুড়া :: লাগাতার বৃষ্টির কারণে নাকানী-চুবানী খাচ্ছে সাধারণ মানুষ। একদিকে যেমন সারা রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে,অন্যদিকে কৃষকেরা একেবারে সর্বস্বান্ত হয়ে পড়ছেন। লাগাতার বৃষ্টির কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা। বোরো ধান কাটার সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু বোরো ধান কাটতে পারছিনা লাগাতার বৃষ্টির কারণে, বোরো ধান মাঠ থেকে বাড়িতে নিয়ে আসতে পারছে না কৃষকেরা। মাঠের ধান মাঠেতেই রয়ে গেছে অন্যদিকে বৃষ্টির কারণে, গাছেতে অংকুর হয়ে যাচ্ছে।

এমনই ছবি ধরা পরল বাঁকুড়া জয়পুর ব্লকের বিভিন্ন মাঠে, অন্যদিকে যেমন ধান, তিল, কলাই ইত্যাদি চাষ হয়, ঠিক তার পাশাপাশি জয়পুর ব্লকের সবজি চাষে ও প্রচুর পরিমাণে হয়। সেই সবজি চাষে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে কৃষকেরা লাগাতার বৃষ্টির কারণে সবজি বাড়িতে জলমগ্ন হয়ে পড়ছে তাই ফসল নষ্ট হবার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন বিভিন্ন মহলের মানুষজন। লাগাতার লকডাউন এর কারণে এমনিতেই মধ্যবিত্তের পকেটে পড়েছে টান, তার পাশাপাশি অতিবৃষ্টির কারণে সবজি চাষ থেকে শুরু করে বিভিন্ন চাষে ব্যাপক ক্ষতির সম্মুখীন, কিভাবে সংসার চালাবে তা ভেবে উঠতে পারছে না কৃষকেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here