বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর সেতু তৈরির কাজ তিন বছর পেরিয়ে গেলেও এখনো সম্পন্ন হয়নি ।

0
148

নরেশ ভকত::২৪ঘন্টা লাইভ ::২০ই জুন :: বাঁকুড়া :: গত তিন বছর আগে বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর উপর দুর্বল সেতু ভেঙে নতুন সেতু তৈরির কাজ শুরু হয়েছিল । তিন বছর পেরিয়ে গেলেও সেতু তৈরির কাজ এখনো সম্পন্ন হয়নি । নদী পারাপারের জন্য বাঁকুড়া পৌরসভার উদ্যোগে একটি অস্থায়ী রাস্তা তৈরি করা হয়েছিল কয়েকদিনের অতিবর্ষণে সেই রাস্তাটিও এই মুহূর্তে সম্পূর্ণ জলের তলায় । ফলে বাঁকুড়া শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন কেশিয়াকোল বিকনা সহ বেশ কয়েকটি এলাকার সাধারণ মানুষদের । রীতিমতো তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের ।

শনিবার ওই এলাকা পরিদর্শন করতে আসেন বাঁকুড়া বিধানসভার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা ও ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমর শাখা । কথা বলেন এলাকার সাধারণ মানুষদের সঙ্গে এবং আগামী দিনে এই কাজ কিভাবে দ্রুত সম্পন্ন করা যায় তার সব রকম প্রচেষ্টা করা হবে বলে দুই বিধায়ক জানান । তার পর কেশিয়াকল মান পাড়া এলাকায় পরিদর্শন করেন 2 বিধায়ক। কথা বলেন সাধারণ মানুষের সাথে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here