লোন আপডেট করার নাম করে, প্রতারণার শুল্ক দফতরের এক কর্মীকে

0
138

নিজেস্ব প্রতিনিধি ::২৪ঘন্টা লাইভ ::১৯ই জুন :: বসিরহাট :: লোন আপডেট করার নাম করে, প্রতারণার শুল্ক দফতরের এক কর্মীর কাছথেকে। অভিযোগ দায়ের হয়েছে সাইবার ক্রাইম থানায় ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।বসিরহাট মহাকুমার ভারত বাংলাদেশ সীমান্তের নাকুয়াদহ গ্রামে বাড়ি ঘোজাডাঙ্গা কাস্টম অফিসে কর্মরত মলয় রায় এর কাছে ১২-০৬-২০২১ তারিখে ফোন আসে সেখানে বলা হয় আপনি লোন নিয়েছেন লোনের পাসবুক কেন আপডেট করেননি আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার বলুন

আমরা আপডেট করিয়ে দিচ্ছি তারপর গত কয়েক দিন ধরে লোন আপডেট করার নাম করে ঐ ব্যক্তি অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে তিনবারে ১৮৫৯৭ টাকা তুলে নেয় বলে অভিযোগ ওই কাস্টমস কর্মী মলয় রায়।তারপর ওই প্রতারক দের বিরুদ্ধে বসিরহাট সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে বসিরহাট সাইবার ক্রাইম থানার প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here