মুমূর্ষু রোগী,ও থ্যালাসিমিয়া আক্রান্তদের জন্য রক্তদান পুলিশের

0
153

নিজেস্ব প্রতিনিধি ::২৪ঘন্টা লাইভ ::১৯ই জুন :: বসিরহাট :: মুমূর্ষু রোগী,ও থ্যালাসিমিয়া আক্রান্তদের জন্য রক্তদান পুলিশের। গ্রীষ্মকালীন চারিদিকে রক্তের হাহাকার সেই হাহাকার মেটাতে রক্ত দান করতে এগিয়ে এলো একদল পুলিশ তাদের একটাই উদ্দেশ্য থালাসেমিয়া আক্রান্তদের পাশে দাঁড়ানো।বসিরহাটে মহাকুমার হাসনাবাদ থানার উদ্যোগে টাকি গেস্ট হাউসে শতাধিক পুলিশ আধিকারিক পুলিশকর্মী, সিভিক ভলেন্টিয়ার, এরদের নিয়ে রক্তদান শিবির আয়োজন করা হলো। এই মহামারী করোনার মধ্যে যেসব মুমূর্ষু রোগী থ্যালাসেমিয়া আক্রান্তরা রক্তের জন্য সমস্যায় পড়েছে তাদের জন্য এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে।

এই রক্তদান শিবিরের উদ্যোক্তা হাসনাবাদ থানার আইসি কৃষ্ণেন্দু ঘোষ উদ্যোগে গোটা থানার পুলিশকর্মীরা এগিয়ে এলো গ্রীষ্মকালের রক্ত সংকট মেটাতে।এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এসডিপিও দেবরাজ ঘোষ, এসআই অরিন্দম হালদার সহ পুলিশ আধিকারিকরা। রক্তদান করেন পুলিশ আধিকারিকরা যেমন রূপচাঁদ সরদার, অভিজিৎ মন্ডল সহ প্রায় শতাধিক প্রশাসনিক আধিকারিকরা সিভিক ভলেন্টিয়াররা। রক্তদান করা একটাই উদ্দেশ্য করোনা আবহাওয়া গ্রীষ্মকালীন রক্ত সংকটের যেসব মুমূর্ষু রোগী রক্ত সংকটে পড়েছে, তাদের কথা মাথায় রেখে এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। এই উদ্যোগকে সাধারণ মানুষ পুলিশের মানবিক মুখ হিসেবে দেখছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here