শহীদ এর বাড়ি গিয়েও বিজয়া অমিত গুপ্তার

0
107

২৪ ঘণ্টা লাইভ সম্বাদাতা/ রাজিব গুপ্তা/ ব্যারাকপুর / ২২ অক্টোবর ২০২২: আজকের এই ব্যস্ততম জীবনে নিজের পরিবারের চলে যাওয়া লোক কে মনে রাখার প্রচলন ও প্রায় লুপ্ত ।

Add : Baba Briyani

আর যদি কথা বলি রাজনীতি তে প্রাণ হারানো মানুষের তো পরিস্থিতি হবে চরম বিপর্যস্ত ।
কারণ সম্প্রতি রাজনীতি তে দুটি প্রাণ হারিয়ে যাওয়া মানে সৈকত ভাওয়াল ও মণীশ শুক্লার ঘটনা গুলো দেখলে মনে হয় রাজনীতি তে প্রাণের মূল্য মানুষের প্রয়োজন পর্যন্ত ই থাকে ।
না লজ্জা – না শ্রদ্ধা, না তাদের পরিবারের প্রতি সমবেদনা

Tarun Shaw
তবে যদি রাজনৈতিক স্বার্থ পারায়ানের উদাহরণ থাকলে তার বিপরীত ও কিছু ছবি থাকে ।
বর্তমানে তৃণমূল নেত্রীর নির্দেশে গোটা রাজ্য জুড়ে বুথ স্তরের দলীয় কর্মিদের সম্মাননা জ্ঞাপন এর দৃশ্য দেখা গেলো,

Naihati Mother’s Lap

কিন্তু আজ ভাটপাড়ায় তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের জেলা সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সহ CIC অমিত গুপ্তা কে দেখা গেলো একে বারে অভিনব ভাবনায় ।

Black Harbour Add

যখন কেউ কেউ নিজের আত্মীয় কিং বা রাজনীতিবিদ রা নিজের দলের কর্মী দের সাথে শুভেচ্ছা বিনিময় করতে ব্যস্ত । সেই সময় ২১ এ জুলাইয়ের ১৩ জনের মধ্যে অন্যতম একজন ভাটপাড়ার শহীদ কেশব বৈরাগীর বাড়িতে গিয়ে পালন করলেন এই পর্ব ।

Amit Shaw

তিনি শহীদ কেশব বৈরাগীর স্ত্রী শ্রীমতী রিনা বৈরাগী ও কন্যা চন্দ্রিমা বৈরাগী কে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে তাদের কে বুঝিয়ে দিলেন যে সব পরিস্থিতি তেই তার পাশে আছেন থাকছেন তিনি

Kamal Adhikary (Chairman – Kanchrapara)

অনেকেই বলছেন যে হলো রাজনীতির মূল আদর্শ জে দলের জন্য হারিয়ে যাওয়া মানুষ গেলো কে সঠিক সম্মান দেওয়ার দৃশ্য ।

Subhankar Ghosh (Vic. Chairman – Halisahar)

আজকের কিছু নেতাদের এই কর্মসূচি থেকে শিক্ষা নেওয়া উচিত । যে যাদের প্রাণের বিনিময় আজ তাদের রাজনীতি, তাকে ভুলে যেতে নেই ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here