সবং ব্লক ডেভেলপমেন্ট অফিসে গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন রাজ্য সরকারের ক্যাবিনেট মন্ত্রী ডাঃ মানাস ভূঁইয়া

0
148

কল্যান মন্ডল::২৪ঘন্টা লাইভ ::৮ই জুন ::পশ্চিম মেদিনীপুর :: সবং ব্লক ডেভেলপমেন্ট অফিসে আজ একটি গুরুত্বপূর্ণ সভা বিডিও সাহেবের উদ্যোগে অনুষ্ঠিত হলো উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেট মন্ত্রী ডাক্তার মানাস রঞ্জন ভূঁইয়া পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের দুজন সুপারিনটেনডেন্ট সেচ দপ্তরের এবং প্রাক্তন বিধায়ক শ্রীমতি গীতা ভূঁইয়া sub-divisional ইঞ্জিনিয়াররা সবং পঞ্চায়েত সমিতির কর্মকর্তা বিভিন্ন প্রধান পঞ্চায়েত বিডিও তুহিন শুভ্র মহান্তি সবং থানার ভারপ্রাপ্ত অফিসার সুব্রত বিশ্বাস আগামী 10 এবং 11 তারিখ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে

এবং যশের চেয়েও বেশি বৃষ্টি সম্ভাবনা | আবহাওয়া দপ্তর বলছে 26 তারিখ যে বৃষ্টি হবে তাতে সবংকে সবদিক দিয়ে রক্ষা করা যায় নদী বাঁধ গুলোকে অবিলম্বে মেরামতি করা যায় ক্যালভার্ট সুইচ গেট গুলো রিপিয়ারিং করা যায় এবং যেসব জায়গা  দুর্বল হয়ে পড়েছে জরুরী ভিত্তিতে মেরামত করতে হবে এবং 24 ঘন্টায় নজর দিতে হবে কারণ কেলেঘাই কপলেশ্বরী ,বাগুই চন্ডা নদী প্রথম বার যে কাটা হয়েছিল প্রায় 10 বছর আগে দ্বিতীয় বার কেন্দ্রে বিজেপি সরকার রাজ্যের পাওনা টাকা না দেওয়ায় পলি ও বালি নদীগর্ভে জমা হয়ে

Advertisement

নদীর পথকে বন্ধ করে দিয়েছে তাতেই সবং এর মানুষ নারায়ণগড় ভগবানপুর ময়না পিংলা আবার 10 বছর পর বিপদের সম্মুখীন হতে চলেছে সবং এর ভূমিপুত্র রাজ্য মন্ত্রিসভার সদস্য ডাক্তার মানস ভুঁইয়া সেই 82 সাল থেকে সবং কে ভালো করে চেনেন আর অতিবৃষ্টি হলে সবং সহ চার-পাঁচটি টি ব্লক ব্যাপক ক্ষতির মধ্যে পড়বে তাই সবাইকে প্রস্তুত থাকার জন্য এবং সবরকম ব্যবস্থা গ্রহণের জন্য আজকে মন্ত্রী দুই মেদিনীপুরের ইঞ্জিনিয়ারদের সজাগ থাকার নির্দেশ দেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here