সর্বপ্রথম মালদা জেলায় প্লাজমা দান হাসপাতাল

0
330

কুমার মাধব :: ২৪ ঘন্টা লাইভ :: ৩রা সেপ্টেম্বর :: মালদা :: আড়াইডাঙ্গা রুরাল হাসপাতাল মালদার উদ্যোগে, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায়, করোনা আবহে করোনাকে জয় করতে, করোনা মুক্তদের দ্বারা, করোনা রোগীদের জন্য সর্বপ্রথম মালদা জেলায় প্লাজমা দান শিবির হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। শিবিরে ১০ জন প্লাজমা দান করেন।

শিবির স্থাপনে বিশেষ উদ্যোগ নেন হাসপাতালের বি এম ও এইচ ডা: দেব কুমার মন্ডল। দাতাদের উৎসাহ দিতে এগিয়ে আসেন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল ব্লাড সেন্টারের (ব্লাড ব্যাঙ্ক) চিকিৎসক সুশান্ত ব্যানার্জী, পুকুরিয়া থানার ওসি ছোটন প্রসাদ, ডা: রাজিব কুমার প্রমূখ। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা মহাশয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here