সারেঙ্গার বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতে অনাস্থার ভোটাভুটি তে হাত ছাড়া হল বিজেপি শাসিত গ্রাম পঞ্চায়েত

0
127

নরেশ ভকত::২৪ঘন্টা লাইভ ::৩ই জুলাই :: বাঁকুড়া :: সারেঙ্গার বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতে অনাস্থার ভোটাভুটি তে হাত ছাড়া হল বিজেপি শাসিত গ্রাম পঞ্চায়েত। কয়েকদিন আগেই বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের তিনজন বিজেপি সদস্য জেলা তৃণমূল ভবনে গিয়ে জেলা সভাপতি শ্যামল সাঁতরার হাত ধরে শাসক দলে যোগদান করেন। তারপর প্রশাসনের কাছে অনাস্থার জন্য আবেদন করে শাসক দল। আজ সেই মতো অনাস্থায় ভোটাভুটিতে অংশ নেয় তৃণমূল ও বিজেপি। অনাস্থায় আট তিনে এ পরাজিত হয় বিজেপি। উল্লেখ্য সারেঙ্গা ব্লকের ছয় টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এক মাত্র বিক্রমপুর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে ছিল।

গত পঞ্চায়েত ভোটে এই গ্রাম পঞ্চায়েত বিজেপি থেকে ৬ জন এবং নির্দল থেকে ২ জন এবং তৃণমূল থেকে ৩জন সদস্য নির্বাচিত হয়। আজ বিজেপির চার নির্বাচিত সদস্য এবং এক নির্দল শাসক দলে যোগদান করার ফলে সংখ্যা লঘু হয়ে পড়লো বিজেপি। নিয়তি মাল মল্ল, শিবদাস সিং সুন্দরী কিস্কু হেম্ব্রম এবং বিজেপির আরো এক, নির্দলের এক সদস্য তৃণমূলের পক্ষে ভোট দেন বলে জানাগেছে। তৃণমূলের দাবী উন্নয়নে সামিল হতে বিজেপির সদস্যরা তৃণমূলকে সমর্থন করেছে। যদি ভোটাভুটি থেকে বেরিয়ে প্রধান লক্ষণ কিস্কু দাবী করেন সন্ত্রাস করে ভয় দেখিয়ে এবং টাকা দিয়ে তাদের যোগদান করানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here