২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৯ অক্টোবর, ২০২৫ ; দুবরাজপুরে খোঁজ মিললো নরেন্দ্র মোদির। দোকানে গেলে মজা করে এলাকার মানুষ তাকে প্রধানমন্ত্রী বলে ডাকেন। আবার তার দিদির নাম মমতা।

এলাকার শাসক এবং বিরোধী দুই দলের নেতারাই বলছেন,’ রাজনৈতিকভাবে যেটা কোনদিন সম্ভব নয় সেটা এখানে সম্ভব হলো। আর তার চেয়েও মজার বিষয় আমরা নরেন্দ্র মোদিকে প্রতিবেশী হিসেবে পেয়েছি’।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধিতা করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিছপা হননা , আবার পুজোর সময় পাঞ্জাবী পাঠাতেও কার্পণ্য করেন না। কিন্তু দুজনের মধ্যে নেই কোনো রক্তের সম্পর্ক।

তবে কাকতালীয় ভাবে দুবরাজপুরে সন্ধান মিললো নরেন্দ্র মোদী এবং তার দিদি মমতার । এবং তাদের সম্পর্কও অনেকটা প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর মত।

কেও কারোর পেছনে লাগতে ছাড়েন না তবে পুজো পার্বণ বা উৎসবে একে অপরকে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দিতে ভোলেন না উপহার।

দুবরাজপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নরেন্দ্র মোদি পেশায় মুদিখানা ব্যবসায়ী তিনি। এবং তার তিন দিদি-বোনের মধ্যে এক দিদির নাম মমতা আগরওয়াল।

আর এই দুইজনের নাম সামনে আসতেই কার্যত চক্ষুচড়কগাছ বিজেপি এবং তৃণমূল নেতা উভয়েরই।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










