BREAKING NEWS :: পাঁচ জেলায় বিকেল সাড়ে ৫টার মধ্যে ৮০ শতাংশের কাছাকাছি ভোট পড়ল !

0
244

আনন্দ মুখোপাধ্যায় :: ২৪ ঘন্টা লাইভ :: ২৭শে মার্চ :: কোলকাতা :: বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সারা রাজ্যে ভোট পড়েছে ৭৯.৭৯ শতাংশ। একই দিনে ভোট হচ্ছে অসমে, সেখানে একই সময়ে ভোট পড়েছে ৭২.১৪ শতাংশ। ভোটদানের হিসাব ইঙ্গিত দিচ্ছে নির্বাচনে সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে অংশ নিয়েছেন।

বাঁকুড়া জেলায় বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৮০.০৩ শতাংশ। ঝাড়গ্রাম জেলায় ভোট পড়েছে ৮০.৫৫ শতাংশ। পশ্চিম মেদিনীপুরে ভোট পড়েছে ৮০.১৬ শতাংশ। পূর্ব মেদিনীপুরে ৮২.৪২ শতাংশ। পুরুলিয়ায় ভোট পড়েছে ৭৭.১৩ শতাংশ।

কেন্দ্র হিসাবে সর্বোচ্চ ভোট পড়েছে বাঁকুড়ার শালতোড়া বিধানসভা কেন্দ্রে। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সেখানে ভোট পড়েছে ৮৫.২৫ শতাংশ। ৮৪.৪৩ শতাংশ ভোট পড়েছে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে। কাঁথি দক্ষিণে ৮৩.৭৬ শতাংশ এবং কাঁথি উত্তরে ৮৩.১২ শতাংশ ভোট পড়েছে। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর কেন্দ্রে ভোট পড়েছে ৮২.৭০ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here