BREAKING NEWS :: রাজ্যসভায় রুল বুক ছিঁড়ে ফেললেন ডেরেক ওব্রায়েন – অভিযোগ অস্বীকার করে বললেন প্রমান দেব যথা সময়ে

0
345

আনন্দ মুখোপাধ্যায় :: ২৪ ঘন্টা লাইভ :: ২০ শে সেপ্টেম্বর :: নয়াদিল্লি :: রাজ্যসভায় বিরোধীদের প্রতিবাদ ঘিরে রবিবার দিনভর উত্তাল রইল জাতীয় রাজনীতি। দিনের শেষে ছয় কেন্দ্রীয় মন্ত্রী রীতিমতো সাংবাদিক বৈঠক করে কৃষি বিলের পক্ষে সওয়াল করলেন। তীব্র নিন্দা করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের আচরণের। যদিও তৃণমূল সাংসদের দাবি, তিনি মোটেই রুল বুখ ছেড়েননি। তার কাছে সেই প্রমাণও রয়েছে।

এ দিন সাংবাদিক বৈঠকে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের আচরণের তীব্র সমালোচনা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । বলেন, “ওয়েলে নেমে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের সামনে পৌঁছে রুল বুকের (Rule Book) পাতা ছেঁড়া অত্যন্ত নিন্দনীয়”। প্রতিরক্ষামন্ত্রী এ দিন আরও বলেন, “লোকসভা বা রাজ্যসভা কোথাও রোধীদের এমন আচরণ আগে দেখিনি। সংসদীয় শিষ্টতার পরিপন্থী। এতে সংসদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

বিরোধীদের প্রবল হট্টগোল, বিক্ষোভের মধ্যেই রুল বুক ছেঁড়া ও ডেপুটি চেয়াম্যানের মাইক ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠল ডেরেক ও’ব্রায়েনের বিরুদ্ধে। যদিও পরে সংসদের বাইরে অভিযোগ অস্বীকার করে তৃণমূল সাংসদ বলেছেন, এমন হলে তিনি সাংসদ পদ থেকেই ইস্তফা দেবেন। ডেরেকের পাল্টা অভিযোগ, ‘‘সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে।’’ বিষয়টিতে রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু হস্তক্ষেপ করতে চলেছেন বলে সংসদ সূত্রে খবর। ঘটনার তীব্র নিন্দা করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। একাধিক টুইটে ডেরেককে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ও।

ডেরেকের দাবি, তিনি যে রুল বুক ছেঁড়েননি, তার প্রমাণ যথাসময়ে দেবেন। সংসদের সেন্ট্রাল হল থেকে একটি ভিডিয়ো শুট করে সাংবাদিকদের উদ্দেশে কিছু বার্তা দেন ডেরেক। পরে অন্য একটি ভিডিয়ো বার্তায় সেন্ট্রাল হলের ওই ভিডিয়ো ব্যবহার না করার আর্জি জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here