Reward welfare Association. এই সংগঠন বিগত প্রায় একবছর ধরে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছে।।

0
173

রামকৃষ্ণ পাল ::২৪ঘন্টা লাইভ ::১৫ই জুন ::ঝাড়গ্রাম

করোনার এই মহামারীতে সরকারের পাশাপাশি বহু বেসরকারী সংস্থা, শাখা সংগঠন ও NGO মানুষের কাছে দাঁড়িয়ে পরিষেবা প্রদান করে চলেছে। তেমনিই এক সেচ্ছাসেবী সংগঠন Reward welfare Association. এই সংগঠন বিগত প্রায় একবছর ধরে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছে।
Missione Calcutta Onlus- এর আর্থিক সহায়তায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে রিওয়ার্ডের ছেলে-মেয়েরা নানা রকমের পরিষেবা দিয়ে দুস্থ অসহায় মানুষের কাছে পৌঁছে যাচ্ছে।

অসহায় মানুষের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও শাখা সংগঠনের পাশে দাঁড়িয়েছে রিওয়ার্ড। তেমনই কর্মসূচির মধ্য দিয়ে আজ ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরীতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যদের হাতে নানা জিনিস তুলে দেন রিওয়ার্ডের সদস্য কাঞ্চন পট্টনায়ক। যার মধ্যে আছে প্রেসার মাপার যন্ত্র, অক্সিমিটার, থার্মাল গান, N-95 মাক্স, পিপি, হ্যান্ড গ্লাভস, ক্যাপ, সেনিটাইজার প্রভৃতি।
বিজ্ঞান মঞ্চের ঝাড়গ্রাম জেলা সভাপতি সর্বেশ্বর মহাপাত্র জানান আমারা সাধারণ মানুষকে গ্রামে গ্রামে পরিষেবা দেওয়ার জন্য রিওয়ার্ডের কাছে কিছু জিনিসপত্র চেয়েছিলাম, রিওয়ার্ডের পক্ষ থেকে আমরা সেই সব জিনিসপত্র পেয়ে খুবই খুশি।

আমি বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে রিওয়ার্ডের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
রিওয়ার্ডের কর্নধার রাখী ব্যানার্জী জানান- পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আমাদের কাছে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র চেয়েছিলেন আমরা সেগুলো উনাদের হাতে তুলে দিয়েছি। পরিষেবা দিতে পেরে আমরা খুশি। আগামী দিনেও আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here