২৪ ঘণ্টা লাইভ সংবাদদাতা / রাজিব গুপ্তা / ৮ মার্চ ২০২৩: বিধায়ক বা পার্ষদ হওয়ার পর তো অনেকেই নেতা হতে পারেন কিন্তু বীজপুরের বর্তমান বিধায়ক সুবোধ অধিকারী একটু ভিন ।
যাকে বিধায়ক হওয়ার অনেক আগের থেকেই মানুষের সেবায় দেখা গিয়েছে । কমল ও সুবোধ হলো বীজপুরের একটি ব্র্যান্ড । তা বোঝা গিয়েছিল লক ডাউনের সময়, তখন না ছিলেন তারা বিধায়ক না চেয়ারম্যান ।

কিন্তু যেভাবে তারা নিঃস্বার্থ মানুষের সেবায় এগিয়ে এসেছিলেন, তারা বুঝিয়ে দিয়ে ছিলেন যে তারাই হলেন মানুষের কেয়ার ম্যান।

দুরসময় কাউকে ছেড়ে পালন না তারা, সে দল হোক বা কর্মী । তাদের অভিজ্ঞ্যতা রয়ছে মানব সেবার, বোঝেন মানুষের পালস্।

টিম সুবোধের মজবুত পিলার রূপে দীর্ঘদিন ধরে দেখা গিয়েছে কাঁচরাপাড়া পৌরপ্রধান কমল অধিকারী ও হালিশহর পৌরপ্রধান রাজু সাহানী কে ।

একটি অভিযোগের জেরে প্রায় ৩ মাস জেল খেটে বর্তমানে জামিনে রয়েছেন হলিসাহরের পৌর প্রধান ।

তবে আপাতত তিনি জনসংযোগ থাকলেও বসছেন না পৌরসভায় । এমত অবস্থায় তিনি নির্ভর রয়েছেন দলের চেয়ারম্যান ও বিধায়ক সুবোধ অধিকারীর উপর ।

কিন্তু এতে কোনো সন্ধির আন্দাজ করে ফেলেন অনেকেই । ভীষণ খুশি ছিলো সুবোধ বিরোধী শুভ্রাংশু শিবির ।

তবে দলের দুই দিন বাজিমাত হলো টিম সুবোধের বলেই মনে করা হচ্ছে । তার কারণ হোলো কার্যত শুভ্রাংশু শিবিরের শসক্ত পিলার বলে পরিচিত হালিশহর ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস কে দেখা গেলো সমস্ত ভেদাভেদ ভূলে বিধায়ক সুবোধ অধিকারীর আয়োজিত বীজপুর বসন্ত উৎসবে শামিল হয়ে কমল অধিকারীর সাথে খেললেন আবির ।

তার পর আজ হোলির দিনে বিধায়কের সাথে আবির খেললেন সেই বিতর্কিত রাজু সাহানী সহ কমল অধিকারী, হালিশহর উপ প্রধান শুভংকর ঘোষ ও হালিশহর CIC হিমানিষ ভট্টাচার্য ।

মনে করা হচ্ছে এটি সুবোধের ব্যাপক বাজিমাত । ভীষণ ধাক্কা খেলেন তারা, যারা টিম সুবোধে ভাঙ্গনের গন্ধ খুঁজে বেরোচ্ছিল ।

আজ সুবোধ বুঝিয়ে দিলেন তিনি অ্যাক্সিডেন্টাল নয় । এক পোড় খাওয়া রাজনৈতিক নেতৃত্বের ভূমিকায় থাকলেন সুবোধ অধিকারি ।