পুরীর জগন্নাথ মন্দিরে করোনার হানা – মোট আক্রান্ত ৪০০ সেবায়েত ও আধিকারিক !

0
273

আনন্দ মুখোপাধ্যায় :: ২৪ ঘন্টা লাইভ :: ২৯শে সেপ্টেম্বর :: ভুবনেশ্বর :: পুরীর জগন্নাথ মন্দিরের প্রায় ৪০০ জন সেবায়েত এবং আধিকারিক করোনা আক্রান্ত। এর পরিপ্রেক্ষিতে ওডিশা সরকার হাই কোর্টকে জানিয়ে দিয়েছে এখনই রাজ্যের ধর্মস্থান খোলার কথা ভাবা হচ্ছে না। প্রসঙ্গত, মার্চ মাস থেকেই ভক্তদের জন্যে বন্ধ করা হয়েছিল বিভিন্ন ধর্মস্থান।

সংবাদ মাধ্যম “এই সময় জানাচ্ছে ” আদালতে জমা দেওয়া হলফনামায় রাজ্য সরকার এও জানিয়েছে জগন্নাথ মন্দিরের মোট ৩৫১ জন সেবায়েত এবং ৫৩ জন আধিকারিক সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন। এখানেই শেষ নয়। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুও হয়েছে বহু সেবায়েতের। তার মধ্যে রয়েছেন মন্দির ম্যানেজমেন্ট কমিটির সদস্য প্রেমানন্দ দাশমহাপাত্রও।

প্রতিদিন একাধিক সেবায়েত করোনা আক্রান্ত হওয়ায়, জগন্নাথের নিত্য পুজোর জন্যেও সেবায়েত পাওয়া যাচ্ছে না। মন্দিরের এক সেবায়েত জানিয়েছেন, ‘একাধিক সুয়ার, মহাসুয়ার, দ্বৈতাপতি এবং পুজো পান্ডা করোনা আক্রান্ত। যদিও মন্দিরের সব নিয়ম আচার মেনে চলা হচ্ছে, কিন্তু এখনই যদি মন্দির খোলার অনুমতি দেওয়া হয় তাহলে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here