হালিশহরে মশার আতঙ্ক তুঙ্গে

0
576

24 ঘণ্টা লাইভ সংবাদদাতা / হালিশহর / 15 ডিসেম্বর 2020 :  শীতে কম্বল নয়, মশারী চাইছে জনতা।

Adv
Infocom Solutions

যে ভাবে হালিশহর পৌর অঞ্চল জুড়ে মশার প্রকোপ বাড়ছে, তাাতে এক আলাদা আতঙ্কে ভুগছেন মানুষ।

Advertisement (Contact for Wholesale)

সম্প্রীতি প্রশাসক রাজু সহনির তরফ থেকে সাধারণ নাগরিকের কাছে আবেদন করা হয়েছিল জে এলাকার যেকোনো সমস্যার কথা তাদের ফেসবুক পেজ এ জানান, দ্রুত তার সমাধান করা হবে। এই প্রসঙ্গে বলা ই যেতে পারে জে সত্যি কাজের মাধ্যমে মানুষের মানুষের ভীষণ উপকার ও হয়েছে। রাস্তা থেকে ড্রেন, পানীয় জল, সিসিটিভি, রাস্তার লাইট, গঙ্গার ঘাট থেকে মন্দির সমস্ত সংস্কারে এগিয়ে এসেছে বর্তমান পৌর বোর্ড।

Adv
Adv : Keshari Light House 9903777646

পরবর্তীকালে একটি মোবাইল অ্যাপস চালু করা হয়।

হালিশহর পৌরসভার মোবাইল অ্যাপ

তবে সামান্য ত্রুটি থেকেই যাচ্ছে তা আমরা তুলে ধরছি যাতে পৌর সভার নজরে আসে আর তার সমাধান হোক।

Advertisement (CALL 6290656551)

বর্তমানে হালিশহর পরিণত হয়েছে মশা শহরে। পৌর এলাকা জুড়ে মশার আতঙ্কে সন্ত্রস্ত মানুষ। ঘরে ঢুকলেই মশার জে ভাবে বাসা বেধেছে তাতে আবার নানান রকমের রোগের আশঙ্কা করছেন মানুষ। বিভিন্ন সময় পৌরসভা তে এই বিষয় আবেদন করা হলেও এলাকা এলাকা তে মশার তেল বা ব্লিচিং করার চিত্র দেখা যাচ্ছে না। আর ক্রমশই বেড়েই চলেছে মশার আতঙ্ক ।


হালিশহরে এখনো অবাধ রয়েছে

1) বেআইনি জুয়ার আড্ডা 

2) বেআইনি মদের ঠেক 

3) বেআইনি পুকুর ভরাট 

4) মশার আতঙ্ক

Banglar Gorbo App download করতে এই লিংক এ ক্লিক করুন👇- https://play.google.com/store/apps/details?id=com.banglargorbo.use

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here