করোনা সংক্রমণ ঠেকাতে অভিনব উদ্যোগ নিল বাঁকুড়ার সোনামুখী পৌরসভা।

0
238

নরেশ ভকত ২৪ ঘন্টা লাইভ :: ১৩ই,আগস্ট :: বাঁকুড়াঃ:: সারা বিশ্ব করোনা আতঙ্কে আতঙ্কিত সেই যায়গায় বাঁকুড়ার সোনামুখী পৌরসভা করোনা  বর্তমানে ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গোটা বিশ্ব একযোগে কাজ করে চলেছে । বর্তমানে করোনা সংক্রমনের হার ক্রমশ লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। বাঁকুড়াতেও সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে । সেই পরিস্থিতিতে এই অভিনব উদ্যোগ নিল সোনামুখী পৌরসভা এবং পৌরসভার বর্তমান প্রশাসক সুরজিৎ মুখোপাধ্যায় । এবার সোনামুখী পৌরসভার প্রবেশমুখে বসানো হলো বডি স্যানিটাইজ মেশিন । বডি স্যানিটাইজ না করে কেউ প্রবেশ করতে পারবেন না পৌরসভায়।

ফলে সাধারণ মানুষ এবং পৌরসভায় কর্মী ও আধিকারিকরা সম্পূর্ণ জীবাণুমুক্ত হয়ে পৌরসভায় প্রবেশ করতে পারবেন । এর ফলে করোনা সংক্রমণ প্রতিরোধ করা অনেকটাই সহজ হবে বলে মনে করছে সকলে । সোনামুখী পৌরসভার বর্তমান প্রশাসক সুরজিৎ মুখোপাধ্যায় বলেন , পৌরসভায় কর্মরত আধিকারিকদের নিরাপত্তা এবং পৌরসভার আগত সকল সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here