পটাশপুরের রসায়ন শিক্ষক বিয়ের আয়োজনে দিলেন শিক্ষার চমক

0
265

সৌভিক কর :: ২৪ ঘন্টা লাইভ :: ১৩ই,আগস্ট :: পূর্ব মেদিনীপুর :: পেশায় রসায়নের শিক্ষক প্রসূন আচার্য্য সম্প্রতি বিয়ে করলেন করোনা আবহে। পূর্ব মেদিনীপুরের ছোটউদয় পুর, আড়গোয়াল গ্রামের এই যুবক তাঁর বিয়ের আড়ম্বর ছোট করে অনুষ্ঠানের খরচ বাঁচিয়ে এলাকার মোট পঞ্চাশ জন দুঃস্থ ও মেধাবী ছাত্র ছাত্রীদের রসায়ন বিভাগের বই,ও অন্যান্য শিক্ষা উপকরণ সঙ্গে একটি করে লেবু গাছের চার তুলে দেন ।

গৃহ কর্তা প্রণবেশ আচার্য্য মা সবিতা দেবী বললেন,ছেলের এই মহতী উদ্যোগে সামিল হয়ে খুব ভালো লাগছে,বোন পৌষালি আচার্য্য বলেন দাদা এই মহতী প্রয়াস আগামী দিনে আরো সেবার কাজে লাগুক এই রাখি, স্কুলের ছাত্র ছাত্রীদের কথায় আমারা জানি নববধূর প্রীতিভোজে আমন্ত্রিত হয়ে যোগদান করতে এসে শিক্ষা সামগ্রী নিয়ে যাবো কখনো ভাবিনি,আমার খুব আনন্দিত যে এই শিক্ষক এই ধরনের মহতী উদ্যোগ গ্রহণ করার জন্যে, নববধূর রুমা বটব্যাল (আচার্য্য) বলেন স্বামীর এই মহতী উদ্যোগ আগামী দিনে শিক্ষার আরো পথ দেখাবে বলে মনে হয়। পূর্ব মেদিনীপুর থেকে সৌভিক কর এর রিপোর্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here