জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে স্থানীয় বাসিন্দা

0
159

সুব্রত বাউরীর::২৪ঘন্টা লাইভ ::২রা অক্টোবর :: পশ্চিম বর্ধমান :: ঝুঁকির পারাপার। দুই দিন ধরে বন্ধ ভেক্সিনেশন।জীবনের ঝুঁকি নিয়ে মহিলারা কোলে শিশু নিয়ে এই পাইপের উপর দিয়ে রাস্তার একপ্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছেন। ঘটনাটি জামুড়িয়া থানার অন্তর্গত হিজলগড়া গ্রাম পঞ্চায়েতের বীরকুল্টি গ্রাম এলাকায়।গত দু’দিন ভারী বৃষ্টির ফলে গত কাল এই সেতুটি ভেঙ্গে যায়।ফলে বীরকুল্টি,জয়নগর সহ বেশ কিছু গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়ে জামুড়িয়ার মুল ভুখন্ডের সঙ্গে। স্থানীয়রা জানায় যে এই রাস্তার উপর নির্ভরশীল কয়েক হাজার বেসরকারি কারখানার শ্রমিক।

রাস্তা ভেঙ্গে যাওয়ার ফলে গত দু’দিন ধরে তারা কাজে যেতে পারছেন না। তাছাড়াও স্বাস্থ্য কেন্দ্র যাওয়ার জন্য তাদের বর্তমানে ১০ কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হচ্ছে। ফলে সমস্যায় পড়তে হচ্ছে বয়স্ক ও প্রসূতি মহিলাদের। গ্রামে ভ্যাকসিনের ব্যবস্থা সরকারের থেকে করলেও রাস্তা ভেঙ্গে যাওয়ার ফলে তারাও আসতে পারছেন না। ফলে ভ্যাকসিন দেওয়ার কাজও বন্ধ হয়ে রয়েছে। স্থানীয়রা জানান মূলত প্রতিদিন বীরভূম ঝারখন্ড থেকে কয়েক হাজার মানুষ এই রাস্তার উপর দিয়েই জামুরিয়া রানীগঞ্জ আসানসোল দুর্গাপুর যাওয়া-আসা করেন। তাঁরা  সমস্যায় পড়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here