পরিষ্কার আকাশ, তবু বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

0
626

নিজস্ব সংবাদদাতা :: ২৪ ঘন্টা লাইভ :: ২৬ ফেব্রুয়ারি :: কলকাতা :: রোদ উঠেছে, পরিস্কার আকাশ। হাওয়া অফিস বলছে কলকাতার কোথাও কোথাও হালকা, ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। কাল প্রায় দিনভর বৃষ্টির জেরে সকালের পারদ বেশ কিছুটা নীচে রয়েছে। বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে।

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা কাল দুপুরে ২৭ থেকে এক ঝটকায় নেমেছে ২২.৬ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৯ ডিগ্রি কম। কিন্তু আর্দ্রতা বেশি থাকায় মোটামুটি একটা ঠান্ডা ভাব ছিল শহর ও শহরতলিতে। না হলে সর্বোচ্চ তাপমাত্রা এতটা নামলে কাঁপ ধরিয়ে যেত রাতের দিকে। তা হয়নি। সৌজন্য ঘূর্ণাবর্ত। যা আজও অল্প হলেও সক্রিয়।

কলকাতাসহ দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তরে বৃষ্টির সম্ভাবনা বেশি। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ২.৪ মিলিমিটার। সকাল সাড়ে আটটা পর্যন্ত বৃষ্টির পরিমাপ ১.২ মিলিমিটার। দমদম অঞ্চলেও বৃষ্টির পরিমান ১.২ মিলিমিটার। বেশি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here