বাঁকুড়ায় কিষাণ সম্মান নিধি প্রকল্পের আবেদন জমাকে কেন্দ্র করে রনক্ষেত্র কৃষি অধিকর্তার অফিস।

0
258

নরেশ ভকত :: ২৪ ঘন্টা লাইভ :: ৮ই,ফেব্রুয়ারি :: বাঁকুড়া :: আজ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে কিষাণ সম্মান নিধি প্রকল্পে অন্তর্ভুক্তির আবেদন জমাকে কেন্দ্র করে রনক্ষেত্র এর চেহারা নিল সহ কৃষি অধিকর্তার অফিস। কয়েক দিন আগে শুরু হয়েছে জয়পুর ব্লকে কিষাণ সম্মান নিধি প্রকল্পে অন্তর্ভুক্তির আবেদন জমা নেওয়া শুরু।আজ তার চূড়ান্ত রূপ নিল।

প্রায় ২০ হাজার মানুষের ভিড় জমে। লম্বা লাইন।লাইনে ঠেলা ঠেলি ,ধস্তা ধস্তধস্তিতে রন ক্ষেত্র চেহারা নিল অফিস চত্ত্বর। আবেদন জমা কারীদের দাবী মাত্র তিনটি কাউন্টার এ অত মানুষের ভিড় সামলানো সম্ভব নয়। অবিলম্বে আরো বেশী কাউন্টার খোলার ব্যবস্থা নিক কৃষি সহ অধিকর্তা।

এমন কি ব্যাপক মানুষ জন, মোটর বাইক, সাইকেল রাস্তার দুই পাশে রাখার ফলে ব্যাপক যানজট তৈরী হয়েছে। যেকোন সময় সাধারন মানুষ দুর্ঘটনার কবলে পরতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here