বাংলা জুড়ে আজ থেকে শুরু হল তিনদিনের জন্য ট্রাক ধর্মঘট।

0
177

কুমার মাধব :: ২৪ ঘন্টা লাইভ :: ১২ই,অক্টবর :: রতুয়া :: বাংলা জুড়ে আজ থেকে শুরু হল তিনদিনের জন্য ট্রাক ধর্মঘট। যার ফলে বাজারে বাড়তে পারে নিত্য প্রয়োজনীয় আনাজের। কারন বাংলায় পণ্য পরিবহনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের আইন লাগু করছে না। আর যার ফলে সমস্যায় পরেছে পণ্য পরিবহনকারী ট্রাকের মালিকেরা। অথচ অন্য রাজ্যের ট্রাক বাংলার থেকেও ২৫শতাংশ বেশি পণ্য নিয়ে এই রাজ্য দিয়ে অন্য রাজ্যে যাচ্ছে। তাতে কোন ক্ষতি হচ্ছে না।

শুধুমাত্র এই রাজ্য সরকার বলছে সেতুর অবস্থা ভালো নয় রাজ্যে। গত দু’বছর ধরে সেই আইন এ রাজ্যে লাগু হয়নি।রাজ্য সরকারের এই নীতির প্রতিবাদে সোমবার থেকে তিনদিনের রাজ্য জুড়ে ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারের্টশ অ্যাসোসিয়েশন।পূজোর মুখে পণ্যবাহী ট্রাক ধর্মঘটের জেরে বাজারে যথেষ্ট প্রভাব পরবে বলে মনে করছে ব্যবসায়ী মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here