বিশাল ‘ধর্ম পদযাত্রা’, পথ সামলে শহরের বুকে

0
667

নিজস্ব সংবাদদাতা :: ২৪ ঘণ্টা লাইভ :: ১৯ ফেব্রুয়ারি :: কলকাতা ::  দুপুরের এক মিছিলে নাস্তানাবুদ হতে পারে উত্তর কলকাতার মানুষ। এমনিতে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। তাই বিশেষ মিটিং মিছিলের অনুমতি মিলছে কলকাতার রাস্তায়। সপ্তাহ শেষ ছাড়া মিটিং মিছিলে জেরবার হওয়ার সম্ভাবনা কম। তবে বুধবার দুপুরের দিকে এক বিশাল ধর্মীয় মিছিল বেরোবে, যা প্রায় সমগ্র উত্তর কলকাতার রাস্তাকে যানজটে জটিল করতে পারে।

কোন পথে যাবে মিছিল? কলকাতা ট্রাফিক পুলিশ জানাচ্ছে দুপুর ১.৪৫ নাগাদ শুরু হবে এই মিছিল। যার সেকেন্ড গিয়ারে হাত পড়বে শিয়ালদহ রেল স্টেশন চত্বর থেকে। এরপর সেই মিছিল যাবে আলমবাজার মঠে। মঠে যাওয়ার জন্য মিছিলের পদযাত্রীরা ধরবেন শিয়ালদহ উড়ালপুল। তারপর মিছিল পড়বে মহাত্মা গান্ধী রোডে। এবার তা সুরেন্দ্রনাথ কলেজের পাশ দিয়ে যাবে। মিশবে রাজা রামমোহন রায় সরণীতে।

এরপর বিবেকানন্দ রোড ধরে বিবেকানন্দের বাড়ির পাশ দিয়ে তা সোজা চলে যাবে বিধান সরণি হয়ে হাতিবাগানের দিকে। শ্যামবাজার পাঁচ মাথা মোড় ভূপেন সরণি হয়ে রাজ বল্লভ পাড়া গিরীশচন্দ্র এভিন্যু হয়ে বাগবাজার পৌঁছে যাবে মিছিল। সেখান থেকে ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ এভিন্যু হয়ে চিতপুর রোড, কাশীপুর রোড, কাশীপুর উদ্যানবাটি, রামকৃষ্ণ সরণি, বরানগর বাজার, বনহুগলী মোড় হয়ে দেশবন্ধু রোডে এসে শেষ হবে বিশাল ধর্ম পদযাত্রা।

একদিকে টালা ব্রিজের জন্য উত্তর কলকাতার মানুষ নাজেহাল। সে পথেই ভর দুপুরে বিশাল মিছিলে যানজটের আশঙ্কা রয়েছে। তাই কলকাতা ট্রাফিক পুলিশের আগাম বার্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here