সপ্তাহে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করল সারা ভারত কিষাণ ক্ষেতমজুর সংগঠন

0
123

কল্যাণ মন্ডল ::২৪ঘন্টা লাইভ ::১৭ই জুলাই ::পশ্চিম মেদিনীপুর :: পশ্চিম মেদিনীপুর,কেশিয়াড়ী, কৃষি আইন ও বিদ্যুৎ বিল ২০২০ বাতিলের দাবী জানিয়ে ১১ জুলাই থেকে ১৭ ই জুলাই পর্যন্ত কিষাণ প্রতিরোধ সপ্তাহে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করল সারা ভারত কিষাণ ক্ষেতমজুর সংগঠন। দিল্লীর সিংঘু বর্ডারে দীর্ঘ প্রায় ৮ মাস ধরে চলা তিনটি কৃষি আইন বাতিলের দাবীতে আন্দোলনরত কৃষকদের সংহতি জানিয়ে প্রতিরোধ সপ্তাহে কেশিয়াড়ী ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ও খাদ্য সরবরাহ দপ্তরে ডেপুটেশন দিল অল ইন্ডিয়া কিষাণ ক্ষেতমজুর সংগঠন।

তিনটি কৃষি আইন ও বিদ্যুৎ আইন বাতিলের দাবী সহ একাধিক দাবীতে বিডিওর কাছে ডেপুটেশন দেওয়া হয় কেশিয়াড়ী ব্লক কিষাণ ক্ষেতমজুর সংগঠন এর পক্ষ থেকে। সংগঠনের দাবী,

কৃষি আইন ২০২০ বাতিল, বিদ্যুৎ আইন বাতিল সহ একাধিক দাবীতে আন্দোলন চালিয়ে আসছে কৃষকরা। তাকে সংহতি জানিয়ে অবিলম্বে কৃষি আইন ও বিদ্যুৎ আইন বাতিলের দাবীতে সারা রাজ্যের পাশাপাশি জেলার বিভিন্ন ব্লকে ডেপুটেশন কর্মসূচি বলে জানানো হয়েছে। কৃষি আইন প্রত্যাহার, এম এস পি তথা ফসলের সর্বোচ্চ সহায়ক মূল্য আইন প্রবর্তন |

মোটা ধান সহায়ক মূল্যে ২৫০০ টাকা কুইন্টালে কেনার ব্যবস্থা, সস্তায় সার বীজ কীটনাশকের সরবরাহের দাবীতে বিডিওকে স্মারকলিপি দেওয়া হয় কিষাণ ক্ষেতমজুর সংগঠন এর পক্ষ থেকে। কৃষি আইনের বিরোধিতা করে একই দাবীতে বেলদাতে নারায়ণগড় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন দেয় অল ইন্ডিয়া কিষাণ ক্ষেতমজুর সংগঠন। সমস্ত দাবী খতিয়ে দেখে উর্ধতন কর্তৃপক্ষকে প্রেরণ করে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন বিডিও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here