সোনামুখী জঙ্গলে দুটি হাতির আতঙ্কে ঘুম ছুটেছে জঙ্গল লাগোয়া গ্রামবাসীদের ।

0
228

নরেশ ভকত :: ২৪ ঘন্টা লাইভ :: ২০শে আগস্ট :: বাঁকুড়াঃ :: হাতির আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না সোনামুখী জঙ্গল লাগোয়া বেলডাঙ্গা , মানিকবাজার , কোচডিহি , মাছডোবা , মুশলো সহ বিস্তীর্ণ এলাকার গ্রামবাসীদের । বুধবার ভোর নাগাদ মেদিনীপুর জঙ্গল থেকে জয়পুর জঙ্গল হয়ে দ্বারকেশ্বর নদী পেরিয়ে সোনামুখী জঙ্গলে অনুপ্রবেশ ঘটেছে দুটি হাতির । রীতিমতো ফসলের ক্ষতির আশঙ্কায় ঘুম ছুটেছে সোনামুখীর জঙ্গল লাগোয়া গ্রামবাসীদের ।

সদ্য ধান লাগানো হয়েছে এখন যদি ধান জমিতে হাতি ঢুকে যায় তাহলে একেবারে নষ্ট হয়ে যাবে ধানজমি আর্থিকভাবে ক্ষতির মুখে পড়তে হবে সাধারণ চাষীদের । সোনামুখী বনদপ্তর সূত্রে জানতে পারা যায় , সোনামুখী জঙ্গলে দুটি রেসিডেন্সিয়াল হাতি রয়েছে তার ওপর আবারও দুটি হাতির অনুপ্রবেশ ঘটেছে । সোনামুখী বনাধিকারিক দয়াল চক্রবর্তী বলেন , হাতি গুলোর উপরে আমাদের নজর রয়েছে যাতে করে লোকালয়ে প্রবেশ করে সাধারণ মানুষের এবং ঘরবাড়ি ও ফসলে কোন ক্ষতি করতে না পারে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here