তৃণমূলের ১০৮ টি পৌরসভার প্রার্থী তালিকা

0
133

২৪ঘন্টালাইভ সংবাদদাতা / কলকাতা / ৪ ফেব্রুয়ারী : গতকাল তেসরা ফেব্রুয়ারী নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ায় শুরু সরগরম প্রার্থী তালিকা নিয়ে।  কারণ ৯ তারিক রয়েছে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।  তাই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে সমস্ত রাজনৈতিক দল।

আজ তৃণমূলের তরফ থেকে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করলেন যে সমস্ত ১০৮ টি পৌরসভা নিয়ে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি  হয়ে গিয়েছে। কিন্তু সেগুলো ঘোষণা হবে  জেলা কার্যালয় থেকে।
তবে এই তালিকায় যা বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হয়েছে তা হলো
১) দলের পুরানো আর সক্রিয় কর্মী হতে হবে
২) কোনো বিধায়ক দেড় প্রার্থী করা হবে না
৩) নতুন প্রার্থী দের প্রাধান্য দেওয়া হবে
৪)  এক পরিবারের দুজন কে প্রার্থী করা হবে না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here