কোতুলপুর মইদুলের স্ত্রীকে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মমতা ব্যানার্জির সরকার।

0
420

নরেশ ভকত :: ২৪ ঘন্টা লাইভ :: ১৯শে ফেব্রুয়ারি :: বাঁকুড়া :: নবান্ন অভিযান গিয়ে পুলিশের আঘাতে আক্রান্ত হয়ে গত ১৫ই ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কোতুলপুর এর ডিওয়াইয়াফাই কর্মী মইদুল ইসলাম মিদ্দা। তিনি ছিলেন তার পরিবারের এক মাত্র রোজকেড়ে ব্যাক্তি।

তাই সেই দিন বিকালেই নবান্নে বসে তার পরিবারের এক জন কে সরকারি চাকরি দেবার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেই কথা মতোই মইদুলের স্ত্রীর হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দিতে আজ কোতুলপুর থানার চরকলা গ্রামে আসেন মন্ত্রী শ্যামল সাঁতরা, বাঁকুড়ার জেলা শাসক শ্রীমতি কে রাধিকা আইয়ার ও বাঁকুড়ার পুলিশ সুপার কোটেশ্বর রাও।

মইদুলের স্ত্রীর অর্থাৎ মামনি খাতুন এর হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দেন মন্ত্রী শ্যামল সাঁতরা। তাকে কোতুলপুর থনাতেই হোম গার্ডের চাকরি দেওয়া হয়। নিয়োগ পত্র হাতে পেয়ে পরিবারের লোকজন খুশি ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here