মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করে সৌম্য পাঠক।

0
263

নরেশ ভকত :: ২৪ ঘন্টা লাইভ :: ১৫ই,জুলাই :: বাঁকুড়া :: আজ মাধ্যমিকের ফল প্রকাশ হল। মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিকের ফল প্রকাশ অনুযায়ী রাজ্যে তৃতীয় স্থান অধিকার করে মা,বাবার মুখ উজ্জ্বল করেছে বাঁকুড়ার কেদুয়াডিহী হাইস্কুলের ছাত্র সৌম্য পাঠক। সৌম্য মাধ্যমিকে 690 নাম্বার পেয়েছে। সৌম্য বাঁকুড়া শহরের রামমোহন পল্লী এলাকায় বাসিন্দা।

তার বাবা স্কুলশিক্ষক এবং মা গৃহবধূ। সৌম্য মাধ্যমিকে 690 নাম্বার পেয়ে খুবই খুশি। ভবিষ্যতে সৌম্য মেডিকেল নিয়ে পড়াশোনা করতে চায় এবং পরবর্তী সময়ে আই এ এস অফিসার হতে চায় । নির্দিষ্ট সময় মেনে সৌম্য নিয়মিত পড়াশুনা করতো। নিয়ম বেধে পড়াশোনা করলেই সাফল্য আসবে বলে জানায় সৌম্য। পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতে ভালোবাসে বলে জানায়। মাধ্যমিকে 690 নাম্বার পাওয়ার পিছনে তার বাবা-মায়ের অবদান সবথেকে বেশি বলেই দাবি স্যৌমের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here